ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনবাগে ককটেল তৈরির সরঞ্জামসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
সেনবাগে ককটেল তৈরির সরঞ্জামসহ আটক ৪

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (০২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি।

 

আটকরা হলেন- উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯), একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো. জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম (২৫) মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) ও মো. শহীদ উল্যাহ (৫৫)।

পুলিশ জানায়, শনিবার রাতে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাডু মিয়ার বাড়ি ও সহিদ মিয়ার নতুন বাড়িতে (এসআাই) সবুজ চন্দ্র পালের নেতৃত্বে রাত্রিকালিন টহল মোবাইল-১ অভিযান পরিচালনা করে। রাত দেড়টার দিকে ৪ আসামিকে ককটেল তৈরির সরঞ্জাম আটক করে পুলিশ।

ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান, আটক চার আসামিকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।