ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্টে গিয়ে বাইকসহ বিমা কর্মকর্তাকে চাপা দিল ট্রাক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
উল্টে গিয়ে বাইকসহ বিমা কর্মকর্তাকে চাপা দিল ট্রাক 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে কাঁচামাল বোঝাই ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) রাত নয়টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত আব্দুর রাজ্জাক কালিহাতি উপজেলার উত্তর বেতডোবা গ্রামের গফুর শিকদারের ছেলে। তিনি একজন বিমা কর্মকর্তা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়েন। এসময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে কালিহাতি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বাংলানিউজকে জানান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।