ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিচয় মেলেনি মাথাবিহীন তরুণীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
পরিচয় মেলেনি মাথাবিহীন তরুণীর

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মাথাবিহীন এক তরুণীর (৩০/৩৫) মরদেহ উদ্ধারের একদিন পেরিয়ে গেলেও এখনো এই হত‍্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। জানা যায়নি সেই তরুণীর পরিচয়ও।

 

পুলিশের ধারণা, ঘটনাস্থলেই খুনিরা পরিকল্পিতভাবে ওই তরুণীকে গলা কেটে হত্যা করে। পরে পরিচয় আড়াল করার জন্য দেহ থেকে বিচ্ছিন্ন করা মাথা নিয়ে পালিয়ে গেছে। ফলে এখন পর্যন্ত চেষ্টা করেও তার পরিচয় পাওয়া যায়নি।  

তবে এই লোমহর্ষক হত‍্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানা গেছে।  

সোমবার (৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।  

এর আগে রোববার (২ জানুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে খবর পেয়ে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।  

ওসি মাইন উদ্দিন জানান, ওই নারীকে হত্যার পর ঘাতকরা ঘটনাস্থলে দেহ ফেলে বিচ্ছিন্ন মাথা নিয়ে গেছে।  

এ ঘটনায় ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে একটি হত‍্যা মামলা দায়ের করেছেন।

এদিকে মাথা বিচ্ছিন্ন ওই মরদেহের পরিচয় শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ ব‍্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

এ বিষয়ে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নারীর পরিচয় শনাক্ত করতে ইতোমধ্যে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে। ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চলছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।