ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

মেয়র হিসেবে সৎ-দক্ষ ব্যবস্থাপক চান ফেনীর মাইন উদ্দিন

ফেনী থেকে মাইন উদ্দিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
মেয়র হিসেবে সৎ-দক্ষ ব্যবস্থাপক চান ফেনীর মাইন উদ্দিন

ফেনী: নিরহংকারী, সৎ ও দক্ষ ব্যবস্থাপক হতে পারবেন- এমন মেয়র চান ফেনীর মাইন উদ্দিন।

তার মতে, পৌরসভার মেয়র নাগরিক জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

অতীত কতর্মকাণ্ড বিশ্লেষণ করে সৎ, নিরংকারী, পরপোকারী, চৌকস ও দক্ষ ব্যবস্থাপক দেখে পৌর মেয়র নির্বাচিত করতে হবে।

তিনি বলেন, অনেকগুলো গুণাবলী একজন ব্যক্তির মধ্যে না থাকলেও সৎ ও দক্ষ ব্যবস্থাপক ব্যক্তিকে আমি মেয়র নির্বাচিত করার ক্ষেত্রে জোর দেবো।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাইন উদ্দিন মনে করেন, পৌর বাজেটের ক্ষেত্রে কর যতটুকু আসে তা দিয়ে পৌরবাসীর সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডের বাজেট যেহেতু কেন্দ্রীয় সরকার থেকে আসে, সেহেতু কেন্দ্রীয় সরকারের সঙ্গে পৌর মেয়রের সমন্বয়টা গুরুত্বপূর্ণ। তাই পৌর এলাকার জনগণকে পৌরসেবা দিতে গেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য সততা ও দক্ষ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিবেচনা করেন মাইন উদ্দিন।

পাশাপাশি তিনি চান, জনগণের সব নাগরিক সমস্যা যেন পৌরবাসী মেয়রের কাছে বলতে পারেন। একইসঙ্গে জনগণের সমস্যা শোনার জন্য মেয়র যিনি হবেন তিনি যেন আলাদা সময় রাখেন।

মতামত
মো. মাইন উদ্দিন
পরিচালক (মার্কেটিং)-স্টার লাইন গ্রুপ, ফেনী।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএ/

** অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন
** কেমন মেয়র চাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।