ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

আশুলিয়া থেকে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৫, মে ১২, ২০১৬
আশুলিয়া থেকে জামায়াতের ৫ নেতাকর্মী আটক

ঢাকা: জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে নাশকতার অভিযোগে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, হরতালে জামায়াতের নেতাকর্মীরা আশুলিয়ায় নাশকতা করতে পারে- এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকরের প্রতিবাদে এ হরতাল ডাকে দলটি। হরতাল চলছে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
পিসি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ