ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

গুলশান হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, জুলাই ৩, ২০১৬
গুলশান হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ: দেশব্যাপী গুপ্ত হত্যা, টার্গেট কিলিং, জঙ্গি হামলা ও গুলশান হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা।

রোববার (০৩ জুলাই) দুপুরে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত এবং কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুসহ অন্যান্য নেতারা।

বক্তারা ঐক্যবদ্ধভাবে জঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এমএএএম/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ