ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

‘জঙ্গিবাদ উসকে দিচ্ছেন খালেদা জিয়া’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ১২, ২০১৬
‘জঙ্গিবাদ উসকে দিচ্ছেন খালেদা জিয়া’ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস আর নাশকতা করছে স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-শিবির। আর তাদের উসকে দিচ্ছেন খালেদা জিয়া।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে নীলফামারী জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি প্রতিটি পাড়া-মহল্লায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা কমিটির সভাপতি বাবু তপন কুমার রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য হবিবর রহমান, নুর মোহাম্মদ খান এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল আখতার ও সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব আলম।

সভ‍ায় জেলা কমিটি ছাড়াও উপজেলাসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ