ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

বাংলাদেশ জনতা পার্টির আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, জানুয়ারি ৬, ২০১৭
বাংলাদেশ জনতা পার্টির আত্মপ্রকাশ বাংলাদেশ জনতা পার্টির আত্মপ্রকাশ/ছবি-কাশেম হারুন

ঢাকা: ২৫টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেন দলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জি এম কেরামত আলী।

এ সময় পার্টির মহাসচিব হিসেবে সাবেক মন্ত্রী মামদুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেদি হাসান আকন্দ ও দফতর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামদুদুর রহমান চৌধুরী বলেন, ১৫ দিনের মধ্যে পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। কারণ বাংলাদেশে বর্তমান অবস্থা বিরাজ করছে তাতে এদেশের জনগণ নতুন কিছু দেখতে চায়।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭

এমএইচকে/এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ