ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

গণসংহতির নির্বাহী সমন্বয়কারী সালামের স্মরণে শোকসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৬, জুলাই ১৪, ২০১৭
গণসংহতির নির্বাহী সমন্বয়কারী সালামের স্মরণে শোকসভা

ঢাকা: মুক্তিযোদ্ধা ও গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সালামের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তন) অনুষ্ঠিত হবে এই শোকসভা। সভাপতিত্ব করবেন ‘আবদুস সালাম শোকসভা আয়োজন জাতীয় কমিটি’র আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।  

আরও বক্তব্য রাখবেন, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বাসদ’র (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় গণফ্রন্টের সমন্বয়কারী টিপু বিশ্বাস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইডেট কমিউনিস্ট লিগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ