ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদকসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৭, অক্টোবর ১০, ২০১৮
নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের সম্পাদকসহ গ্রেফতার ৪ গ্রেফতারকৃতরা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: বিস্ফোরক মামলায় নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ্ মুন্নাসহ বিএনপির অঙ্গ সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ অক্টোবর) দিনগত মধ্যরাতে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য তিনজন হলেন- জেলা যুবদলের সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও ছাত্রদল কর্মী আসিফ আহমেদ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৪২৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ