ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

মেহেরপুরে জেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, নভেম্বর ১২, ২০১৮
মেহেরপুরে জেলা জামায়াতের আমির গ্রেফতার মাওলানা তাজ উদ্দীন খান

মেহেরপুর: মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মুজিবনগরের কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা তাজ উদ্দীন খান মুজিবনগরের কেদারগঞ্জ গ্রামের আবুল হোসেন খানের ছেলে।

তিনি স্থানীয় মানিকনগর ডিএম মাদ্রাসার সহকারী শিক্ষক।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমের বাংলানিউজকে জানান, তাজ উদ্দীন খানের বিরুদ্ধে মুজিবনগর ও সদর থানায় নাশকতা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে অন্তত হাফ ডজন মামলা রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ