ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

জাতীয় মুক্তিমঞ্চের জরুরি সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, অক্টোবর ১০, ২০১৯
জাতীয় মুক্তিমঞ্চের জরুরি সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় মুক্তিমঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় (মাওলানা আকরাম খাঁ হলে) জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, সংবাদ সম্মেলনে এলডিপির সভাপতি ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ বক্তব্য রাখবেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা, সব বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা ও প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলবেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় মুক্তিমঞ্চের নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ