ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে রাস্তায় জুমার নামাজ আদায় করলো বিএনপি নেতাকর্মীরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
নয়াপল্টনে রাস্তায় জুমার নামাজ আদায় করলো বিএনপি নেতাকর্মীরা ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির দলীয় কার্যালয়ে আশপাশে জড়ো হওয়া নেতাকর্মীরা নয়া পল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) নয়াপল্টন জামে মসজিদের সঙ্গে মিল রেখে কাতার করেন তারা।

নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করার প্রস্তুতি নেন নেতাকর্মীরা।

এর আগে দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নয়াপল্টনের সড়কে যানচলাচল বিঘ্ন হয়।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ সরকার বিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিলের এ কর্মসূচি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।