ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

১১ জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
১১ জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় গণমিছিল মগবাজারের দিকে অগ্রসর হয়।

ড. মোশাররফ বলেন, গণবিরোধী এ সরকারের পতনের লক্ষ্যে দেশের মানুষ রাস্তায় নেমেছে। তাদের আর থামিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, সরকারের পতনের জন্য আগামী ১১ জানুয়ারি ২০২৩ ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।  

ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। এছাড়া সারাদেশের সব বিভাগীয় শহরে চার ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ