ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকায় নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
ঢাকায় নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

নারায়ণগঞ্জ: ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি উপলক্ষে আলাদাভাবে শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়।

কর্মসূচি সফল করতে সকাল থেকেই নয়াপল্টনের আশপাশের সড়কে অবস্থান নিতে শুরু করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন সংলগ্ন সড়কে জুমার নামাজ আদায়ের পর মিছিল নিয়ে গণমিছিলে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ ও ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে গণমিছিলে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা শরীফ আহমেদ টুটুল, জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম প্রমুখ।

এছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আরেকটি শোডাউন করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।