ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিস্ফোরণে আহতদের দেখে এলেন বিএনপি নেতা ডা. রফিকুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, মার্চ ৮, ২০২৩
বিস্ফোরণে আহতদের দেখে এলেন বিএনপি নেতা ডা. রফিকুল

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

বুধবার (৮ মার্চ) সকালে তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে আহতদের চিকিৎসা বিষয়ে যাবতীয় খোঁজ নেন।

 

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ  করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাইফুল আলম বাদশাসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এমএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।