ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হবে না: মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হবে না: মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের বিদায় যত দ্রুত হবে দেশের মঙ্গল ততই দ্রুত হবে। পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে।

বিএনপির আন্দোলনে সরকার ভীত। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে তারা শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার যতই টালবাহানা করুক না কেন সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হবে না।

শনিবার (১১ মার্চ) বিকেলে দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। এ সরকার ইতোমধ্যে নিজেদের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে।

তিনি বলেন, এ সরকার জনগণের আন্দোলন যতই নস্যাৎ করার চেষ্টা করুক, সফল হবে না। কারণ, এ লড়াই বাঁচা-মরার লড়াই। এরা (সরকার) পুরো দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন। জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এই অবৈধ সরকারও টিকতে পারবে না, পতন হবেই ইনশাআল্লাহ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, এ বি এম এ রাজ্জাক, তহিরুল হক তুহিন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।