ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

লামাকে সাংগঠনিক জেলা হিসেবে পুনরায় ঘোষণা জাপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, মে ২২, ২০২৩
লামাকে সাংগঠনিক জেলা হিসেবে পুনরায় ঘোষণা জাপার

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সুপারিশে পার্টির চেয়ারম্যান জি এম কাদের লামাকে ৭৭ নম্বর পার্টির সাংগঠনিক জেলা হিসেবে পুনরায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার অনুমোদন দিয়েছেন।

সোমবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, আগের ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি লামা সাংগঠনিক জেলার মর্যাদায় পূর্ণাঙ্গ কমিটিকে পুনরায় দ্বি-বার্ষিক সম্মেলনের অনুমতিসহ প্রয়োজনীয় কাজের অনুমতি দেন জাপা চেয়ারম্যান। কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন এম এ ছামাদ ও সাধারণ সম্পাদক এটিএম শহীদুল ইসলাম বাবলু।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ২২, ২০২৩
এসএমএকে/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।