ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় সৈয়দপুর বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
সড়ক দুর্ঘটনায় সৈয়দপুর বিএনপি নেতা নিহত আব্দুল খালেক

নীলফামারী: নীলফামারীতে সড়ক দুঘটনায় সৈয়দপুর বিএনপির সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক (৫৬) নিহত হয়েছেন।  

বুধবার (২৪ মে) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিন দুপুরের দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।  

নিহত আব্দুলের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কাঙালপাড়া গ্রামে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতালে ও পরে রমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সর্বশেষ এ দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে কাজ করেছেন।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।