ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার হাতে প্রশাসন, আমাদের আছে জনগণ: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মে ২৬, ২০২৩
শেখ হাসিনার হাতে প্রশাসন, আমাদের আছে জনগণ: এ্যানি বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে প্রশাসন। সঙ্গে ওবায়দুল কাদেরও আছেন।

কিন্তু তাদের সঙ্গে জনগণ নেই। জনগণ আছে বিএনপির সঙ্গে।

শুক্রবার (২৬ মে) লক্ষ্মীপুর শহরের পুরাতন গো-হাটা সড়কের বশির ভিলা প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ্যানি বলেন, ২০১২-১৩ সালে আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি। অনেকে লক্ষ্মীপুর থেকে রায়পুর হয়ে চাঁদপুরের স্টিমার (নৌযান) ধরেছেন। অনেকেই দেশ ছেড়েছেন। অনেকে দেশ ছাড়ার জন্য ব্যবস্থা করে ফেলেছেন। আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুরসহ অনেক দেশের ভিসাও নিয়েছেন। এখন আবার সেই সময় এসেছে। আমেরিকার ভিসা নিলেও কোনো লাভ হবে না।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে প্রচুর গায়েবি মামলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা খুন-গুম হয়েছেন। প্রশাসনের কর্মকর্তাদের বলছি, এক হলে গণতন্ত্র-প্রজাতন্ত্রের হিসেবে কাজ করুন, না হলে এর পরিণতি শুভ হবে না। জনগণ চাইলে অনেক কিছু করতে পারে। এখনই মোক্ষম সময়। কারণ বার্তা এসে গেছে। বার্তা মোতাবেক ওয়ার্ডে, পাড়া-মহল্লা, উপজেলা, জেলায়, বিভাগে ও কেন্দ্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে। রাজপথে থেকে অধিকার আদায় করতে হবে। মনে রাখবেন, এ অধিকার আমার-আপনার প্রয়োজনে। এ অধিকার ১০ দফার ভিত্তিতে। এ দেশে ভোটের অধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতেই আন্দোলনে নেমেছি। রাজপথে থেকেই তা বাস্তবায়ন করতে হবে। অধিকার আদায়ের জন্য লক্ষ্মীপুরসহ সারাদেশই প্রস্তুত রয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ১৪-১৫ বছর ধরে চালিয়ে যাওয়া আন্দোলন আরও বেগবান করতে হবে।

তারেক রহমানের রাজনীতিকে আওয়ামী লীগ ভয় পায় মন্তব্য করে এ্যানি বলেন, তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনকে গাইড করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হিম্মত সৃষ্টি করেছে। তারেক জিয়ার রাজনীতিকে আওয়ামী লীগ ভয় পায়। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনীতিকেও তারা ভয় পেয়েছে। তারেককে আওয়ামী লীগ মেনে নিতে পারে না। সেজন্য তারেকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। এ কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আজ তারেক নেতৃত্ব দিচ্ছে। আমরা আশাবাদী, সহসাই এ দখলদার, কর্তৃত্ববাদী সরকারের পতন হবে।  

হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত জনসমাবেশে উচ্চ আদালতের নির্দেশনা অধীন আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।  

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।  

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।