ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বেলাবতে তারেক-জুবাইদার রায়ের প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
বেলাবতে তারেক-জুবাইদার রায়ের প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদীর বেলাব উপজেলার জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদল।

শনিবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল হয়।

 

বারৈচা বাসস্ট্যান্ডে থেকে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বারৈচা বাসস্ট্যান্ডে বেলাব রোডের মাথায় সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, বিরোধী দলের আন্দোলন দমন করার জন্যই সরকারের ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। তারেক রহমান ও জুবাইদাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। তারেক রহমানের ওপর যত নির্যাতন হবে দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ তত প্রতিবাদী হয়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোবারক হোসেন, কৃষক দলের নেতা মো. মোস্তফা মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক দলের মো. রুবেল মিয়া, মো. খোকন ভূইয়া, মো. লোকমান মিয়া, মো. রাজু মিয়া, চর উজিলাব ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল মিয়া, সদস্য সচিব মো. বসিরাজ মিয়া, আমলাব ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাদির ভূইয়া, পাটুলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম রাজা, নারায়ণপুর ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আলাল মিয়া, সদস্য সচিব মো. মিজান মিয়া, সদস্য সচিব মো. ওকিল মিয়া, ছাত্রদলের নেতা রাকিবুল হাসান পাপন, মুহাম্মদ আরমান হাসান, সজিব, মিঠুন আহমেদ, রবিউল, ওয়াসিম, ইফতি পান্তসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।