ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল যে রুটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল যে রুটে

ঢাকা: সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীতে দুটি কালো পতাকা মিছিল করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তরের মিছিলটি শ্যামলী স্কয়ার-রিংরোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

আর ঢাকা মহানগর দক্ষিণের মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দা গিয়ে শেষ হবে।  

দুটি চিঠিতে গণমিছিলের অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে।  

দুটি কালো পতাকা মিছিলই শুরু হবে বিকেল ৩টায়।
 
বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।