ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহাসমাবেশ থেকে ফেরার পথে নোয়াখালী বিএনপির ২০ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
মহাসমাবেশ থেকে ফেরার পথে নোয়াখালী বিএনপির ২০ নেতাকর্মী আটক

নোয়াখালী: ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশ শেষে নোয়াখালীতে ফেরার পথে বিএনপির ২০ নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে।  

রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে এ তথ্য জানান নোয়াখালী জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টফি।

 

তিনি জানান, মহাসমাবেশ শেষে ঢাকা থেকে নোয়াখালী ফেরার পথে লাকসাম, সোনাইমুড়ী চৌরাস্তা, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর থেকে বিএনপির ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের অপরাধ কেনো তারা সমাবেশে যোগদান করেছে। আটকদের নাম ঠিকানা পরে জানিয়ে দেওয়া হবে।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার জানান, ঢাকায় আমাদের ২০ জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এখন বাড়ি ফেরার পথে আরও ২০ জনকে আটক করা হয়েছে। আটক নেতাকর্মীরা নিরপরাধ। আমি অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন।  

তিনি জানান, বিএনপির ১৩ নেতাকর্মীকে আমরা আটক করেছি। তারা নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল ইসলাম জানান, কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।