ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাঁচপুরে অবরোধ সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
কাঁচপুরে অবরোধ সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের পিকেটিং

নারায়ণগঞ্জ: কাঁচপুর ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষে অবরোধ সমর্থনে পিকেটিং করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে কাঁচপুর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সামনে পিকেটিং করেছেন তারা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলও করা হয়েছে।

মিছিল থেকে কয়েকটি যানবাহনে ঢিল ছোঁড়েন নেতাকর্মীরা। সড়কে দুটি টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতাও সৃষ্টি করেন তারা। এসময় কাঁচপুরে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে মহাসড়ক স্বাভাবিক করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ১০ জনের মতো লোক এসে দুটি টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে। পরে তারা দৌড়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।