ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরতাল: কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে  বিএনপির মিছিল   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
হরতাল: কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে 
বিএনপির মিছিল 

 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হরতালে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।  

সোমবার (২০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় টায়ার জ্বালান তারা।

পাশাপাশি বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।  

এসময় ‘অবৈধ তফসিল মানি না, মানব না,’ বলে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। সেই সঙ্গে তারা সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতেও নানা স্লোগান দেন।  

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসাইন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলমসহ অনেকে।  

এদিকে সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল করেন।   

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।