ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাহান ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজাহান ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমি রূপগঞ্জ থেকে মনোনয়ন চেয়েছিলাম। জননেত্রী শেখ হাসিনা আমাদের গণভবনে ডেকে বক্তব্যের মাঝখানে বলেছেন, আমি ৩০০ সিটে তিনজন করে মনোনয়ন দিতে পারবো। কেউ যদি সাংগঠনিক দায়িত্বে থাকে ও জনপ্রিয় হয় তাহলে সে নির্বাচন করতে পারবে। আমি রূপগঞ্জ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আজ মনোনয়ন নিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রূপগঞ্জে সরকারি দলের নেতাকর্মীরা হামলা-মামলায় জর্জরিত। তাদের মূল্যায়ন করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বলেও জানান শাহজাহান ভূঁইয়া।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।