ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে জরিমানা গুনলেন ছাত্রলীগ নেতা

লালমনিরহাট: স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল আলম নাঈমকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।

 

নাঈম উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কাচারি বাজার এলাকার স্কুলশিক্ষক আশরাফুল আলম রাজুর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, উপজেলা সদরের স্টেশন এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈমে বাবার একটি মার্কেট রয়েছে। সেখানে নৌকার পোস্টার ছাড়া অন্য কোনো প্রতীকের পোস্টার ছিল না। শনিবার বিকেলে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের ঈগল প্রতীকের পোস্টার রশিতে সাঁটানো হয়। পরে খবর পেয়ে নাঈম তাৎক্ষণিক এসে ঈগল প্রতীকের সবগুলো পোস্টার ছিঁড়ে ফেলেন। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পোস্টার ছেড়ার দৃশ্য ভিডিও করে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে ফোনে অবগত করেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক নিয়ামুল আলম নাঈম পোস্টার ছেড়ার সত্যতা স্বীকার করলে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, পোস্টার ছিঁড়ে ফেলায় একজনের এক হাজার টাকা জরিমানা করে তাকে প্রথমবারের মত সতর্ক করা হয়েছে। একই সঙ্গে উপস্থিত জনতাকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।