ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে পুলিশের কঠোর অবস্থান, মিছিল করেনি বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
বরিশালে পুলিশের কঠোর অবস্থান, মিছিল করেনি বিএনপি

বরিশাল: সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল বের করার কথা থাকলেও বরিশালে মিছিল করেনি বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এই কালো পতাকা মিছিল বের করা কথা ছিল।

এদিকে সকাল থেকে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় ছিল পুলিশের কঠোর অবস্থান।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ফজলুল করিম জানিয়েছেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি।  

এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।