ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন সাকিব আল হাসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৪, ২০২৪
দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করলেন সাকিব আল হাসান

মাগুরা: মাগুরায় জেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার (০৪ এপ্রিল) দুপুরে হেলিকপ্টারে করে মাগুরায় পুলিশ লাইন্স মাঠে নামেন তিনি।

পরে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে শহরের কেশব মোড় অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করেন এই সংসদ সদস্য।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা সংসদ সদস্য সাকিব আল হাসানের সঙ্গে মত বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।