ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল 

ঢাকা: আজ দিনব্যাপী কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় শাহবাগ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় গ্রন্থাগার ঘুরে মিছিলটি চারুকলায় এসে শেষ হয়।

মিছিল শেষে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় নেতারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্র ইউনিয়ন নেতারা।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।