ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংস্কার শেষে অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: এ্যানি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সংস্কার শেষে অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: এ্যানি

বরিশাল: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন- সংস্কার শেষে অতিসত্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, দেশ সংস্কার করতে এত সময় লাগার কথা নয়, জনগণ দ্রুত নির্বাচন চায়।

জুলাই-আগস্ট ২৪ 'এর  বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে স্থানীয় বিএনপির উদ্যোগে সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এ্যানি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ভারতে বসে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা, এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

এ সময় তিনি বলেন, ক্ষমতার থেকে লাখ লাখ কোটি কোটি টাকা এ আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিগত ১৫-১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন করতে গিয়ে কেউ ঘুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউবা হামলা-মামলার শিকার হয়েছে। এসব অপকর্ম যারা করেছে তারা সবাই গ্রেফতার হয়নি। রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার প্রক্রিয়াও এখনও শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, জনগণের জন্য আমরা আন্দোলন, সংগ্রাম ও লড়াই করেছি। জনগণের জন্য দেশটা গড়তে চাই। আর কথায় এবং কাজে মিল রাখতে হলে জনগণকে প্রাধান্য দিতে হবে। এটা সব রাজনীতিক দলের এবং দায়িত্বশীলদের দায়িত্ব। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

বিএনপি জনগণকে সমীহ করে বলেই তারেক রহমান যতগুলো বক্তব্য দিচ্ছে, প্রত্যেকটি বক্তব্যে বলেছেন জনগণের পাশে দাঁড়ানোর কথা। জনগণকে বুঝিয়ে দিতে হবে, বিএনপি আওয়ামী লীগের মতো নয়। আওয়ামী লীগ শুধু লুটপাট করেছে দেশের ক্ষতি করেছে।

বরিশাল জেলা বিএনপি ( দ.) আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু,  বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার,সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু,সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলাল হাওলাদার ও সদস্য সচিব জসিম হাওলাদার।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।