ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মায়ার বাড়িতে আগুন: ১২১ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
মায়ার বাড়িতে আগুন: ১২১ জনকে আসামি করে মামলা

চাঁদপুর:  আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমাসহ ১২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার পর এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তার আসামিরা হলেন-মোহনপুরের আবুল সকারের ছেলে আরজু সরকার (৪০), সালামত প্রধানের ছেলে জুয়েল প্রধান (৩৭), মো. কামালের ছেলে নবীর হোসেন (২৫), কাজী সালাউদ্দিন জুয়েলের ছেলে সিফাত (২৫), আরিফ উল্লাহর ছেলে মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে সোমবার (১৮ নভেম্বর) ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৫।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাঙচুর ও লুটপাট করে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ৫ আগস্টের পর থেকে মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পৃথক ঘটনায় তার নামে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।