ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ. লীগকে ফিরতে হলে আগে বিচারের মুখোমুখি হতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
‘আ. লীগকে ফিরতে হলে আগে বিচারের মুখোমুখি হতে হবে’

হবিগঞ্জ: আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে আগে বিচারের মুখোমুখি হতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার পৈল সৈয়দ মিয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির তিনি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, শেখ হাসিনা পেছন দিয়ে দেশে ঢুকে যাওয়ার যে স্বপ্ন দেখছেন তা দিবা স্বপ্নই থেকে যাবে। জনগণ যদি না চায় তাহলে তিনি আর বাংলাদেশে ঢুকতে পারবেন না।

ছাত্রজনতার আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে বলেন, ৫ আগস্ট স্বৈরাচারের পালিয়ে যাওয়া পর পরিবর্তিত বাংলাদেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে বিএনপি প্রস্তুত আছে। বিএনপিতে চেয়ারপারসন থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকজন নেতার ত্যাগ রয়েছে। আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই। এখন পালিয়ে যাওয়া দুর্নীতিবাজ ও ভোটচোর আওয়ামী লীগের ষড়যন্ত্র থেকে দেশ রক্ষা করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন ও  প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিনবারের হবিগঞ্জ পৌরসভায় সাবেক তিনবারের মেয়র জিকে গউছ।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ্ সিদ্দিকী ও সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোছা. শাম্মী আক্তার।

একইদিন হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়ন কমিটির ৫৬৮ জন নেতা ভোটে উপজেলা বিএনপির ৫টি পদে নেতা নির্বাচন করা হয়। প্রায় ১৪ বছর পর বিএনপির এ ইউনটি নতুন নেতৃত্ব এসেছে।

নির্বাচনে আজিজুর রহমান কাজল সদর উপজেলা বিএনপির সভাপতি, আজম উদ্দিন সিনিয়র সহ সভাপতি, সামছুল ইসলাম মতিন সাধারণ সম্পাদক, কাজী মো. সামছু মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএম মানিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪  ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।