ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাহজাহান ওমরকে প্রধান আসামি করে বিএনপির আরও এক মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
শাহজাহান ওমরকে প্রধান আসামি করে বিএনপির আরও এক মামলা শাহজাহান ওমর

ঝালকাঠি: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামিকে করে রাজাপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন।

মামলায় শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরও ৫৩ জনের নাম উল্লেখপূর্বক দেড়শ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জানান, এখনই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।  

এর আগে বৃহস্পতিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠি-০১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত তাকে কারাগারে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।