ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের কিছু কার্যক্রমে গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটছে না: গোলাম পারওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
সরকারের কিছু কার্যক্রমে গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটছে না: গোলাম পারওয়ার

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, সংবাদপত্রের মুক্ত কণ্ঠকে রুদ্ধ করে সাংবাদিকদের মধ্যে অপসংস্কৃতি অপরাজনীতি ঢুকিয়েছে পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার। সভ্যতার ব্যারোমিটার সাংবাদিকতা পেশাকে যেভাবে তছনছ করে দিয়েছে, ঠিক তেমনি তছনছ করেছে আমাদের গণতন্ত্র।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, বিপন্ন বাংলাদেশে প্রায় ২ হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে আন্দোলনকে সফলতায় রূপ দিয়েছে। সভ্যতা বিপন্ন মানবতাকে মুক্তি দেওয়ার জন্য আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে। অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি, এটা ছিল ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রতিফলন। তবে এই সরকারের কোনো কোনো কার্যক্রম গণঅভ্যুত্থানের প্রতিফলন ঘটছে না। সরকার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছে, কিন্তু সেখানে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না।

তিনি আরও বলেন, আমরা যেন আর ভুল না করি। সমস্ত রক্ত দানের পর যেন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা দায়িত্ব নিয়েছেন। তাই আর কোনো ভুল করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।