ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে সতর্ক বিএনপি নেতাকর্মীরা, রাতভর পাহারার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
না.গঞ্জে সতর্ক বিএনপি নেতাকর্মীরা, রাতভর পাহারার ঘোষণা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা যেকোনো ধরনের নাশকতা রুখতে রাতভর পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টা থেকে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।

রাত ১১টার পর শহরের চাষাঢ়া থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত দফায় দফায় মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগ কিংবা তাদের দোসররা কোনো ধরনের অপচেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তারা।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, দেশের সব নাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন ভঙ্গ করে কেউ ফ্যাসিস্ট শক্তিকে আবারও প্রতিষ্ঠিত করতে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে। আমাদের নেতাকর্মীরা প্রতিটি এলাকায় সতর্ক পাহারায় থাকবে। রাতভর নেতাকর্মীরা অবস্থানে থাকবেন। শান্তি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।