খুলনা: খুলনা মহানগর বিএনপির সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৬ বছর পর নতুন নেতৃত্ব নির্বাচনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলন ঘিরে বিএনপির তৃণমূলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বহুদিন পর উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ। দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশীরা সম্মেলন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দলের ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরের ৫০৫ জন কাউন্সিলর ভোট দেবেন। নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে।
মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ওয়ার্ড ও থানা সম্মেলন শেষে আমরা নগর সম্মেলনের জন্য প্রস্তুত ছিলাম। আমরা একটি সুন্দর সম্মেলন করতে চাই। ইতোমধ্যে সম্মেলন সফলে ২১টি উপ-কমিটি করা হয়েছে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মীরা এসব কমিটিতে কাজ করছেন।
এদিকে সম্মেলন সফল করতে বিএনপি ২১টি উপ-কমিটি গঠন করেছে। কমিটিতে যারা রয়েছেন- অর্থ উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সদস্য বদরুল আনাম খান। প্রচার উপ-কমিটির আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, যুগ্ম আহ্বায়ক বিপ্লবুর রহমান কুদ্দুস। প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক একরামুল হক হেলাল, সদস্য সচিব কে এম হুমায়ুন কবীর। শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সদস্যসচিব মোল্লা ফরিদ আহমেদ। সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক শেখ সাদী, সদস্য সচিব জাকির ইকবাল বাপ্পি। আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ফখরুল আলম, সদস্য শের আলম সান্টু। আবাসন উপ-কমিটির আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদস্যসচিব শেখ ইমাম হোসেন, সার্বিক ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক রকিবুল ইসলাম বকুল, অ্যাডভোকেট শফিকুল আলম মনা। যোগাযোগ উপ-কমিটির আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, সদস্য সচিব মিজানুর রহমান মিজান। মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক নুর ইসলাম বাচ্চু, সদস্য সচিব এম এ জলিল। দপ্তর উপ-কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম টিপু, সদস্য জাহাঙ্গীর হোসেন। স্মরণিকা উপ-কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী, সদস্য সচিব মিজানুর রহমান মিলটন। ভেন্যু ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিন, সদস্য সচিব হাফিজুর রহমান মনি। স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ডা. রফিকুল হক বাবলু, সদস্য সচিব ডা. আবু জাফর মো. সালেহ (পলাশ), অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, ডেলিগেট কার্ড যাচাই-বাছাই উপ-কমিটির আহ্বায়ক আবুল কালাম জিয়া। দাওয়াতপত্র বিতরণ উপ-কমিটির আহ্বায়ক রেহানা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার।
ঘোষিত তফসিল অনুযায়ী রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় খুলনা মহানগর বিএনপির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও তা করেনি নির্বাচন কমিশন।
এ বিষয়ে মহানগর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির কমিশনার অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি বাংলানিউজকে বলেন, সম্মেলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোটার তালিকা প্রস্তুত করতে কম্পিউটারের দেরি হওয়ায় প্রকাশ করতেও দেরি হচ্ছে। প্রায় ৫০০-এর অধিক ভোটার রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল’২৫ এ সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির পূর্ব-নির্ধারিত তফসিল মোতাবেক সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি জানান, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬ জন। যথাক্রমে শের আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী।
উল্লেখ্য, ২০২১ সালে খুলনা মহানগর বিএনপির দীর্ঘদিনের কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে অ্যাডভোকেট এস এম শফিকুল আল মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমআরএম/আরবি