ঢাকা: বাজার নিয়ন্ত্রণ করতে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, এ দেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে একটি পলিসি নির্ধারণ আবশ্যক।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের বেলায় পানাহার যেন না হয়, সেজন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। তাছাড়া সিনেমা হল, বার বন্ধ করাসহ যাবতীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা সিয়াম সাধনা করতে চায়, তাদের সুযোগ করে দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ সিন্ডিকেট। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আর এ সিন্ডিকেটকে বের করতে হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের এ আমির বলেন, চাঁদাবাজির হাত বদল হয়ে গেছে। পথেঘাটে সবখানেই চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বাজারের অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া খাদ্য উৎপাদনের খরচ বেড়ে গেছে। কৃষকরা যাতে খাদ্য উৎপাদন করতে পারে, তাই তাদের ভর্তুকি দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
ইএসএস/আরবি