বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী প্রফেসর ড. শাহিদা রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২ মার্চ) এক ফেসবুক পোস্টে এ শোক জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। অধ্যাপক ড. শাহিদা রফিকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহীদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তার ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরি ছিল। ’
তিনি বলেন, ‘আমি অধ্যাপক ড. শাহিদা রফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। ’
৭৭ বছর বয়সে মারা গেছেন ড. শাহিদা রফিক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। স্বামী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ প্রফেসর।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসএএইচ