বরিশাল: বরিশাল নগরীতে যুবদল নেতা সুরুজ গাজী হত্যা মামলায় মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ মার্চ) বিকেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মহানগর ডিবি পুলিশ পরিদর্শক সগির হোসেন জানান।
গ্রেপ্তাররা হলেন-নগরীর ৩ নম্বর ওয়ার্ড গাউয়ারসার এলাকার মজিবুর রহমানের স্ত্রী কনা বেগম (৩৫) ও তার ছেলে অনিক হাওলাদার (১৬)।
পরিদর্শক সগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বরিশালের গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। উভয়ে মামলার এজাহারনামীয় ৬ ও ৭ নম্বর আসামি। দুইজনকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজী ও নয়ন গাজীকে কুপিয়ে জখম করে স্বেচ্ছাসেবক দলের একই ওয়ার্ডের আহ্বায়ক শাহিন সরদারের নেতৃত্বে প্রতিপক্ষ। গুরুতর জখম সুরুজ গাজীর মৃত্যুর হয়েছে।
এ ঘটনায় তার ভাই শাহিন গাজী বাদী হয়ে নামধারী ৭ জন ও অজ্ঞাতনামা আরও ৮ জনকে আসামি করে কাউনিয়া থানায় মামলা করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানান।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এমএস/জেএইচ