ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

রাজনীতি

মব ভায়োলেন্স ও নারীবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
মব ভায়োলেন্স ও নারীবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধের দাবি

ঢাকা: মব ভায়োলেন্স ও নারীবিদ্বেষী কর্মকাণ্ড বন্ধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।   

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর পল্টনে অবস্থিত মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভা থেকে এ দাবি করা হয়।

বামজোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হুসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভায় নেতারা বলেন, সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি, বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ। দেশে ছিনতাই, খুন,ডাকাতি, রাহাজানি বেড়েই চলেছে। মব ভায়োলেন্স চলছে, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড ক্রমাগত বেড়েই চলছে। সেটা থামানোর কোনো উদ্যোগ সরকারের দিক থেকে নেই। এসব বিষয়ে সরকার তার দায় অস্বীকার করতে পারে না। কিন্তু প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে আমরা শুনছি যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাকি স্বাভাবিক আছে।

সভায় আরও বলা হয়, আমরা মনে করি, সরকারের এ সকল বিষয়ে স্পষ্ট দায় স্বীকার ও কার্যকর ভূমিকা রাখা উচিত। একইসঙ্গে সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত।

সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে আগামী বুধবার (১২ মার্চ) দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
আরকেআর/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।