কার্যালয় স্থাপন ও আগামী জাতীয় নির্বাচনের অংশগ্রহণের ব্যয়ভার বহন করতে ক্রাউড ফান্ডিং করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আয়োজিত দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
রয়টার্সের সাক্ষাৎকার বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ভুলভাবে অনূদিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি বলেছি, আর্থিক বিষয়ে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা আমাদের সহযোগিতা করে। আমাদের কার্যলায় স্থাপন ও আগামী নির্বাচনের ফান্ডের জন্য আমরা অনলাইন-অফলাইনে ক্রাউড ফান্ডিং করব।
নাহিদ আরও বলেন, বাংলাদেশে যেসব অলিগার্ক ছিল, দুর্নীতিবাজ, লুটেরা ব্যবসায়িক শ্রেণি ছিল, আমরা তাদরেকে কখনো সমর্থন করি না। মূলত যারা দেশপ্রেমিক, দেশকে নতুনভাবে গড়তে চায় এবং ছাত্রদের উদ্যোগকে সমর্থন করছেন, তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি। সাধারণ মানুষ থেকেও আমরা সহযোগিতা চাচ্ছি, চাইব। রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের কাছে যাব। কারণ এনসিপি জনগণের দল। জনগণের অর্থতেই এটি পরিচালিত হবে।
আর্থিক সহায়তাকারীদের নাম প্রকাশ করা হবে কী না জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই পরিবর্তনটা আসুক যে, কারা আর্থিক ভাবে সহযোগিতা করছে। কোন খাতে ব্যয় হচ্ছে; এটি প্রকাশ করা। এই সংস্কৃতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক। আমরা এটা দাবি করছি। এককভাবে এই সংস্কৃতি তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না।
নাহিদ ইসলাম বলেন, যারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির মুখে পড়বে না, সে নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। সে সংস্কৃতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তবে আমরা চাই সে সংস্কৃতি সকল দলের মধ্যে তৈরি হোক।
তিনি বলেন, আমরা একটি ফিনান্সিয়াল পলিসি টিম করেছি। আমাদের ডায়াসপোরা টিম আছে। বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদের সাথে আমরা কথা বলছি, একটি পলিটিকাল ফিনান্সিয়াল পলিসি তৈরি করার জন্য। একটি রাজনৈতিক দল যেন পরিচালিত হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এফএইচ/এমএম