ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, এভাবে বলিনি: নাহিদ ইসলাম 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, এভাবে বলিনি: নাহিদ ইসলাম  শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা

ঢাকা: ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, কথাটা এভাবে বলেননি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে তিনি বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি।

বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছি।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।

দেশের বর্তমান পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।  

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে।

নিজেদের দলের নির্বাচনের প্রস্তুতি নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত। তবে ভোটের আগে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দৃশ্যমান বিচার ও জুলাই সনদ কার্যকর এবং জুলাই ঘোষণাপত্র প্রণয়ন এনসিপি দেখতে চায় বলে দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের জন্য নাগরিক পার্টির মানসিকতা ও প্রস্তুতি রয়েছে। তবে নির্বাচন এনসিপির একমাত্র দাবি নয়। আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সকলের ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হওয়ার কথা, তা নির্বাচনের আগে কার্যকর চাই।  

আত্মপ্রকাশের পর আপাতত শর্ত পূরণ নিবন্ধিত হওয়ার দিকে নজর দিচ্ছে এনসিপি, জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের রাজনৈতিক দল মাত্রই আত্মপ্রকাশ করেছে। নিবন্ধনের জন্য যে শর্তাবলি পূরণ করতে হয়, আমরা আপাতত সেখানে মনোনিবেশ করি। । রমজানে কাজ শুরু করেছি। রোজার পরে পুরোদমে শুরু করব।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।

আরও পড়ুন>>নিবার্চনের আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদ দেখতে চায় এনসিপি

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।