ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নির্বাচন ও দেশীয় বিভিন্ন ইস্যুতে জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের আলাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মার্চ ১৩, ২০২৫
নির্বাচন ও দেশীয় বিভিন্ন ইস্যুতে জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের আলাপ

ঢাকা: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন, আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত।

পরে এক ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এ প্রথম রাশিয়ার কোনো অ্যাম্বাসেডর জামায়াতে ইসলামীর অফিসে এসেছেন। জামায়াতে ইসলামী আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায় সে বিষয়ে অবহিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া আমাদের সঙ্গে যে আলাপ হয়েছে সেখানে আমরা দুটি বিষয়ে একমত হয়েছি। বাংলাদেশে বিনিয়োগ করতে রাশিয়া আগ্রহী। পাশাপাশি আন্তর্জাতিক ও দেশীয় ইস্যুতে রাশিয়া জামায়াত ইসলামের সঙ্গে এক ধরনের রেগুলার এনগেজমেন্টের মধ্যে থাকতে চায়, আমরাও বিষয়টিতে একমত হয়েছি।  

এক প্রশ্নের জবাবে ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের সময় নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।