ফরিদপুর: জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, গণপরিষদের নির্বাচনের দাবি তুলে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করা যাবে না।
শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের মেমোরিয়াল হলে বিএনপির ফরিদপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাকে শপথ রক্ষা করতে হবে। সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন করা যাবে না।
তিনি বলেন, ১৮ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এর ১৮ মিনিট বেশি সময় নেওয়া যাবে না। বিএনপি সেই সময় দেবে না। গত ১৬ বছরে জনগণ ভোট দিতে পারেনি। এই ১৬ বছরে জনগণের ভোট ছাড়াই নির্বাচন করা হয়েছে। যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করা হয়েছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান মাসুক, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা প্রমুখ।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, এদেশে খুব দ্রুত জাতীয় নির্বাচন হবে। তবে সংসদ নির্বাচনের আগে কোনো নির্বাচন দেশের জনগণ মানবে না। দেশের সাধারণ মানুষ ১৭-১৮ বছর ধরে নিজের ভোট নিজে দিতে পারেনি। তাদের বহু দিনের আশা নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এসআরএস