ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলা: ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৫
হত্যা মামলা: ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গ্রেপ্তার নাজমুল হাসান শরীফ

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটবাড়ী বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে এক যুবক হত্যা মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া সদরের একটি বেকারি থেকে নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ১৯ আগস্ট হত্যা মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, গ্রেপ্তার নাজমুল ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তাকে বুধবার (৯ এপ্রিল) কুমিল্লা আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।