ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

আমিনুল হকের নামে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
আমিনুল হকের নামে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন মানববন্ধনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা।

ঢাকা: ঢাকা মহানগর উত্তরে বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নামে ‘অপপ্রচার’ করা হচ্ছে। একইসঙ্গে একটি ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপি নেতা পরিচয় দেওয়া মাহিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপপ্রচার’ চালাচ্ছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

 

এ ঘটনায় এনসিপি নেতা পরিচয় দেওয়া মাহিন আহমেদসহ এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।  

মানববন্ধনে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, এনসিপিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে এবং পাশাপাশি গত সোমবার আনুমানিক রাত ৮টায় রাজধানীর রূপনগরে ছোট্ট ইস্যু নিয়ে এনসিপি নেতারা বিশৃঙ্খলা ও হামলা করে। এ ছাড়া তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।

ছাত্রদলের নেতারা বলেন, মিথ্যা অপপ্রচার চালানোয়, গণমানুষের দল বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। দলটি রাজনৈতিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তারা।  

তারা আরও বলেন, রূপনগরের ছোট্ট ইস্যুকে রাজনৈতিকভাবে নিয়ে এনসিপির পরিচয় দেওয়া লোকজন রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করেছে। তাদের এ অপচেষ্টা জনগণ কখনও সফল হতে দেবে না।  

এ সময় ছাত্রদলের নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যেটা সঠিক সেটা বলুন। বিএনপির বিরুদ্ধে কোনো অপপ্রচার করে লাভ হবে না। বিএনপি গণমানুষের জনপ্রিয় একটি রাজনৈতিক দল।  এ সময় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের হাতে ছাত্রলীগের পুনর্বাসন করছে এনসিপি এমন মর্মে একাধিক ব্যানার ফেস্টুন দেখা গেছে।  

মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ- সভাপতি মো. কাওসার খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেলসহ ঢাকা মহানগর ছাত্রদলের বিভিন্ন কলেজ ও থানা, ওয়ার্ডের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ