ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে শ্রমিকদল নেতার মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
পটুয়াখালীতে শ্রমিকদল নেতার মৃতদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালী জেলা শ্রমিকদলের সহ সভাপতি মিজানুর রহমান বাবুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আমতলী উপজেলার ২নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



বাংলানিউজকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র জানান, ওই নেতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

তবে বিএনপি নেতা মিজানুর রহমান বাবুর পারিবারিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। রাতে তার মোবাইল ফোনও বন্ধ ছিল। সকালে তারা বাবুর মৃতেদহ উদ্ধারের খবর পান।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।