ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি বিষধর সাপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, অক্টোবর ৪, ২০১৬
বিএনপি বিষধর সাপ

ঢাকা: বিএনপি বিষধর সাপ, বিপদ দেখলে গর্তে ঢুকে পড়ে আবার সুযোগ পেলে বেরিয়ে এসে ছোবল মারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের ২০তম কাউন্সিল উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক বৈঠক শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৈঠকে প্রচার ও প্রকাশনা উপ কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ বলেন, সরক‍ারি দল হলেও আমাদের সভা-সমাবেশের জন্য অনুমতি নিতে হয় এবং পরবর্তী সম্মেলনের জন্য আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছি। কিন্তু বিএনপি অনুমতি না নেওয়ায় বিপত্তিটা ঘটে।

বিএনপিকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি সম্মেলনই জাতির জন্য মাইলফলক। এবারের সম্মেলনও মাইলফলক হবে।

বিএনপিকে এই সম্মেলন থেকে শিক্ষা নেওয়ারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিলসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমইউএম/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।