ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, অক্টোবর ১১, ২০১৬
বগুড়ায় যুবলীগের বর্ধিত সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জেলা যুবলীগের সম্মেলন সফল করার জন্য বিশেষ বর্ধিত সভা করা হয়েছে।
 
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (১৫ অক্টোবর) সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা প্রভাষক কামরুল হুদা উজ্জল, মোকছেদ আলী, ইদ্রিস আলী, ইফতারুল ইসলাম মামুন, প্রভাষক আব্দুল মজিদ, মোস্তফা কামাল নজরুল, মহিদুল ইসলাম দিপু, আবু সালেক, এটি বাবু, মাহফুজার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এনামুল জাহিদ তিতাসসহ ইউনিয়নের নেতারা।
 
সভায় শনিবার জেলা যুবলীগের সম্মেলন সফল করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
 
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।